এটাই আমার মেয়ে আর এজন্যই সে সবার থেকে ব্যাতিক্রম। ১০৫ ডিগ্রি জর নিয়েও বেডে শোয়ে হাসতেছে যেনো আমরা কেউ ওকে নিয়ে চিন্তা না করি। মন খারাপ না করি। ১৩ দিন যাবৎ অসুস্থ। বিকৃত মস্তিষ্কের অনেকে দেখলাম নেগেটিভ মন্তব্য করছেন যাদের সু-শিক্ষার অভাব। আচ্ছা যারা মাদ্রাসায় পড়ে তারা কি অসুস্থ হয়না? দেশের বড় বড় আলেম রা কি অসুস্থ হয়না। এমন অবস্থায় এদের কে নিয়ে কি বলবো জানিনা।রোগ দিয়েছেন আল্লাহ রোগ সেরে উঠার ব্যাবস্থাও করেছেন আল্লাহ। সুস্থতা ও অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে। সুস্থতা আল্লাহর তাআলার বড় নেয়ামত। অসুস্থতা তার পক্ষ থেকে পরীক্ষা। সুস্থতায় শোকর আদায় করতে হয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান-মাল ও ফল-ফলাদির স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও।’ (সুরা বাকারা, আয়াত : ১৫৫) সবাই দিশার জন্য দোয়া করবেন।
কারো নজড় যেনো না লাগে।ভয় লাগে এখন ভালো কিছু শেয়ার করতে। মানুষ আর মানুষ নাই। বদ নজড় খুবি খারাপ। তিনবোনার এক ভাই। দোয়া রাখবেন সবাই। ড্রেস: @Pop’s Collection’s #dishamoni