গত দুই দিনে নিউজফিডের অবস্হা দেখে এটাই মনে হয় মানুষ আসলে কীসে আটকায়?💔 একটা মানুষ এতো যত্ন, ভালোবাসা, লয়েলিটি পেয়েও অন্যের হয় কীভাবে? পরকীয়ায় জড়ায় কীভাবে? ধনী, সুন্দর পুরুষের চেয়ে যত্নশীল পুরুষ হাজার গুণে উত্তম দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবতী নারী সেই যে একজন যত্নশীল পুরুষ পেয়েছে। একটা মানুষের সবচেয়ে জরুরি যেটা সেটা হলো তার চরিত্র ঠিক হওয়া; খারাপ বদঅভ্যাস পরিবর্তন করা করা যায় কিন্তু যার চরিত্র খারাপ তাকে কোনো দিনই ঠিকই করা যায় না চরিত্রহীন সবসময় চরিত্রহীনই থাকে...!!😊 ভুলের ক্ষমা হয় কিন্তু…প্রতারণার ক্ষমা হয় না। একটা মানুষ সবদিক দিয়ে পারফেক্ট হয় না মানুষটা যেমন আছে তেমন ভাবে মেনে তাকে যত্ন নেওয়া, আর ভালোবাসা উচিত!! মেয়ে মানুষের বিয়েটা হচ্ছে লটারির মতো, লটারিতে যে ভালো পার্টনার পায় সে সারাজীবনের জন্য উইন!❤️ সবশেষে তিতা হলেও সত্যি মেয়েদের সুন্দর চেহারা হওয়ার চেয়ে ভাগ্য সুন্দর হওয়াটা বেশি জরুরি!!🕊️😊❤️🩹 #foryou #tamanna_ahmeed @TikTok Bangladesh @TikTok
আমাদের ঘুরাঘুরি দেখে অনেক আপুরাই বলে- আপনার জামাই কত ভালো এরকম ভাগ্য কয়জনের হয়! আপনারা কত ঘুরেন, কত লাকী! - এখন কিছু কথা শেয়ার করি। আসলে- ট্রাভেল করা মানেই ১০০% সুখী বা জীবনে সব পেয়ে যাওয়া না আপুরা। আমরা ২জনই মেডিক্যাল ব্যাকগ্রাউন্ডের মানুষ। + দুজনেরই নিজেদের আলাদা বিজনেস আছে। আমরা বছরে ১১মাস কামলা দিয়ে ১২মাসে আইসা ১সপ্তাহ ঘুরতে যাই এর মানে আমরা ১০০% সুখী এমন না। প্রকৃত সুখটা চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তিতে সীমাবদ্ধ থাকে। দেখা যায় - কেউ অনেক টাকা ইনকাম করে, কিন্তু দিনশেষে বউয়ের সাথে ২মিনিট সুন্দর ভাষায় কথা বলেনা, কিংবা পরকীয়া করে, কিংবা বউয়ের কষ্ট বোঝেনা সেক্ষেত্রে তাদের কাছে টাকা টা অনর্থ। আবার কেউ লাখ লাখ টাকা ইনকাম করেও বউরে নিয়া ২টা দিন কোথাও ঘুরতে যাওয়াটা অপচয় মনে করে। আবার কেউ দিন এনে দিন খায় কিন্তু বউয়ের সুখ আল্হাদ বোঝে, বউয়ের হাসির জন্য সবকিছু করতে রাজি থাকে, অন্তত সপ্তাহে একদিন বউকে পার্কে বসিয়ে এক প্লেট ফুসকা খায়।সেটাই তাদের কাছে স্বর্গীয় সুখ। দিনশেষে, আসলে প্রত্যেকটা মানুষের নিজের এবিলিটি অনুযায়ী সুখটাকে খোঁজা উচিত। দেখবেন, জীবন তখনই সুন্দর।🥰❤️🩹 ঠিক যেমন আমরা সুখ খুঁজে পাই ট্রাভেল করে। আমরা টাকা জমিয়ে একটা ভালো কোথাও ঘুরতে ভালোবাসি। সপ্তাহে একটা দিন হলেও ভালো কিছু মূহুর্ত কাটানোর চেষ্টা করি। এটাই আর কি। এতে দিনশেষে ব্যাংক একাউন্টে জিরো টাকা থেকে গেলেও আমাদের মাথা ভর্তি মেমোরিজ আর ফোনভর্তি সুন্দর মোমেন্টগুলির ছবি-ভিডিও পরের ১বছর টাকা জমিয়ে অন্য কোথাও ঘুরার আখাঙ্কা জোগায়। আমরা সেভিংস করিই ঘুরার জন্য, আবার বছর শেষে ফকিরও হই ঘুরার জন্য। কিন্তু এর পেছনেও অনেক স্ট্রাগল করি। ২জনই। তাও দিনশেষে আমরা এতেই সুখী।😇 #foryou #unfrezzmyaccount #tamanna_ahmeed @TikTok@TikTok Bangladesh
কখনো যদি মেয়ের মা হই তাহলে মেয়েকে কখনো এটা শিখাব না যে মেয়েদের সেক্রিফাইজ করতে হয়, কখনো মেয়েকে এটা বলব না মেয়েদের নিজের ঘর হয় না, কখনো মেয়েকে এটা বলবেন না মানিয়ে নেও…. কখনো যদি মেয়ের মা হওয়ার সৌভাগ্য হয় তাহলে আমি আমার মেয়েকে গড়ে দিব,তার শখ-স্বপ্ন গুলো সাঝিয়ে দিব,তাকে নিজের একটা কুঁড়ে ঘর হলেও করে দিব,যাতে আমার না পাওয়াগুলো সে পেয়ে যায়,আফসোস নিয়ে জীবন না পার করতে হয়..!😊💖 Abaya from: Tamanna’s Outfit.💫(fb page)🤍 #foryou #unfrezzmyaccount #tamanna_ahmeed @TikTok@TikTok Bangladesh 🇧🇩
গত দুইবছরে আমি একটা জিনিস শিখছি। কোনো পুরুষকে কোনোদিন শিখাইতে হবেনা আপনাকে গুরুত্ব দিতে, টাইম দিতে কিংবা আপনার পেছনে এফোর্ট দিতে। পুরুষ এমন একটা জাত, যে তারা যেই নারীকে পছন্দ করে তার পায়ের নিচে দুনিয়া এনে দিতেও দ্বিধাবোধ করেনা। কোনো পুরুষ যদি আপনাকে ভালোবাসে, আর কখনো জানতে পারে আপনার প্রিয় ফুল গোলাপ ; আর পৃথিবীতে যদি একটাই গোলাপ অবশিষ্ট থাকে সে চেষ্টা করবে সেই একটাই গোলাপ আপনাকে এনে দিতে। আর যে ভালোবাসেনা সে যদি জানে গোলাপ আপনার প্রিয় আর সারা দুনিয়ার আনাচে কানাচে পানির মতোন গোলাপ ছিটিয়েও থাকে সে এনে আপনার হাতে তুলে দেবেনা। আমি এমন পুরুষ দেখছি যারা বছরের পর বছর সম্পর্ক করেও একজনের পেছনে এফোর্ট দেয়না, আবার ৬ মাসের পছন্দে একটা মেয়েকে বিয়ে করে ফেলে এবং সেই সব তার জন্য করে যা তার এক্স তাকে করার জন্য বেগ করতো। আপনি শত চাইলেও সেইসব আপনার জন্য করবেনা কারন আপনি সেই নারী না যার সাথে সে থাকতে চায়। পিপোল চেইঞ্জ ফর হুম দে ওয়ান্ট। Men Are Born To Pursue. They Make Time And Effort For Something They Want. 🕊️🤍 #foryou #unfrezzmyaccount #tamanna_ahmeed @TikTok@TikTok Bangladesh
লাইফে এমন একটা মানুষ চেয়েছিলাম যার কাছে আমার স্বপ্নের প্রায়োরিটি হবে সবকিছুর উর্ধ্বে। হ্যাঁ সত্যি বলতে কোনো দ্বিধা নেই ঐরকমই একজন মানুষ পাশে পেয়েছি। বিশ্বাস করেন মাঝে মধ্যে নিজের অতিরিক্ত মুড সুইং এর কথা ভাবলে নিজেরই খারাপ লাগে তারপরেও এই মানুষটা বাচ্চার মতো করে আমায় ট্রিট করে। আহামরি সুন্দরী নাহলেও তার ব্যবহারে মনে হয় আমিই বিশ্বসুন্দরী। আমার ন্যাচারাল লুকে তার কমপ্লিমেন্ট পেতে পেতে আমি এতোটাই অভ্যস্ত হয়েছি যে কখনো মেকআপ করার খেয়ালই মাথায় আসেনি। কোথাও ঘুরতে গেলে আমার ছবি ভালো না আসলে সে আমায় বলে জায়গাটা সুন্দর না ~ তাই এখানে তোমার ছবি ভালো আসেনি, চলো আমরা এই জায়গাটা চেন্জ করি। অন্য কোথাও চলো, নাহলে আমার বউ তো পরীর মতো। ছবি কেনো ভালো আসবেনা। যারা আমাদের কাছ থেকে চিনেন তারা আরো ভালো করেই জানেন তার সম্পর্কে। যে মানুষটা তার জীবনে হাতে গোণা ৪/৫বন্ধু দিয়ে স্টুডেন্ট লাইফ কাটিয়েছে, Introvert একটা ছেলে, ঠিকমতো প্রয়োজন ছাড়া বাহিরে যেতোনো। যার দুনিয়া নিজের লাইফ, স্টাডি, বিজনেস, সাকসেস, ফ্যামিলি ছিলো ~ সে ছেলে কিনা আমায় নিয়ে দুনিয়া ঘোরার পরিকল্পনা করছে। পরিবারের সবাই যে ছেলেটাকে ভয় পায় সেখানে সে আমার রাগ ভাঙায়। আসলেই….আমি অনেক ভাগ্যবতী। 😊❤️🩹 আমি ভালোবাসা এক্সপ্রেস করতে পারিনা শাওন তবে আজ বলছি কখনো যদি আমায় ছেড়ে যাও আমি হয়তো দুনিয়ায় থাকতো ঠিকই কিন্তু আমার আত্মাটা মরে যাবে। কারণ তুমিই আমায় ভালোবাসা শিখিয়েছো। একটা জেদী বদমেজাজী মেয়েকে ভালোবাসার জন্য তোমার কাছে আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো।❤️🩹 কখনো ছেড়ে যেওনা শাওন। সারাজীবন এমনই থেকো, যাতে প্রমাণ করে দিতে পারি সব পুরুষ এক হয়না।😊🫰🏻 #foryou #unfrezzmyaccount #tamanna_ahmeed @TikTok Bangladesh @TikTok
নারী দশবেলা ভাতের অভাব সহ্য করতে পারে কিন্তু একবেলা যত্নের অভাব সহ্য করতে পারেনা।🥹❤️🩹 Abaya from: Tamanna's Outfit🌷🎀💕 #foryou #unfrezzmyaccount #tamanna_ahmeed @TikTok Bangladesh @TikTok