@Bappy✌️বন্ধুর বিদায়বেলা সত্যি অনেক বেদনাদায়ক 🥹 ‘যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়’। এই অমোঘ সত্যের কাছে হার মেনে চলে যেতে হচ্ছে নিজের দেশ বাবা-মা, ভাইবোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের ছেড়ে নিজের ভাগ্যের সন্ধানে।আমাদের মধ্যবিত্ত ফ্যামেলিদের মধ্যে এমন একটি ছেলের ত্যাগের বিনিময়ে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায়!! আমরা কখনো ভুলবো না তোকে, তুইও ভুল বুঝিস না বাংলাদেশ ও দেশের মানুষদের কারণ যথেষ্টই শিক্ষাগত যোগ্যতা থাকার শর্তেও দেশের বাহিরে নিজের ভাগ্যের সন্ধানে যেতে হচ্ছে স্বদেশ এবং সবকিছু ছেড়ে.. 💔🥹 সদা ভালো থাকিস দোয়া করি, আল্লাহর রহমতে উন্নতর সর্বোচ্চ শিখরে পৌঁছাও দোয়া কামনা রইল 🌸💝 #mohu