নিজের মতো করে বাঁচো! কারো কাছে তুমি ন'গণ্য, কারো কাছে জ'ঘন্য, কারো কাছে তার সবটুকুই তুমি! একটা কথা মনে রেখো, গাঁধার নাম ঘোড়া রাখলেও সেটা গাঁধা থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না। কারণ আলুর ব্যাপারী তো আর সোনা চিনবে না! তুমি নেকা তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী। আসলে এর কোনটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকমই যেরকমটা তারা ডিজার্ভ করে। দিন শেষে তুমি তুমিই! একটু একটু ভালো একটু একটু মন্দ! সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাই ভালোই আছে, শুধু তুমি ছাড়া#sorna_1
২০২৫ নিয়ে আমার কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই। আমি পুরোপুরি আল্লাহ্-র উপর তাওয়াক্কুল করবো। তিনিই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, এবং আমি তাঁর পরিকল্পনার উপর সন্তুষ্ট। আল্লাহ্ যা করবেন,সেটাই হবে আমার জন্য সবচেয়ে উত্তম।🤍#sorna_1